Site icon Jamuna Television

‘অভ্যাসগতভাবেই নির্বাচন প্রক্রিয়ার বিরোধিতা করে আসছেন মাহবুব তালুকদার’

অভ্যাসগতভাবেই নির্বাচন প্রক্রিয়ার বিরোধিতা করে আসছেন কমিশনার মাহবুব তালুকদার বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

মঙ্গলবার দুপুরে ভোটার দিবসের আলোচনায় ক্ষোভ জানিয়ে সিইসি বলেন, মিডিয়ায় আসার জন্য তিনি এসব করেন। নির্বাচন কমিশনে ভালো কিছু দেখেন না মাহবুব তালুকদার; কথা বলেন ব্যক্তিস্বার্থে। তিনি যে সব বক্তব্য দিচ্ছেন তা রাজনৈতিক বক্তব্য। ইভিএম এ ৮৫% ভোট হয় সেটা তিনি দেখেননি। নানা কারণে কখনো কখনো কিছু ব্যতিক্রম হয়। যেখানে ৬০% বা বেশি হয় সেটা তিনি দেখেন না।

এর আগে আলোচনায় কমিশনার মাহবুব তালুকদার বলেন, প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনকে ভোট না বলে মনোনয়ন বলাই ভালো। কার্যকর অংশগ্রহণ বলতে সবার অংশগ্রহণ বোঝায়। বিভিন্ন স্থানের নির্বাচন অনিয়মের মডেল হয়ে দাঁড়িয়েছে। চট্টগ্রামের রাউজানে দেশের সবচেয়ে দৃষ্টান্তমূলক নির্বাচন। এসব নির্বাচনকে ভোট না বলে মনোনয়ন বলা ভালো। এমন হলে ভবিষ্যতে আর নির্বাচন কমিশন দরকার হবে না। প্রক্রিয়া নিরপেক্ষ না হলে সুষ্ঠু ভোট হবে না। নির্বাচন প্রক্রিয়া সংস্কার করা জরুরি।

ইউএইচ/

Exit mobile version