Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে আল জাজিরার বিরুদ্ধে মামলা

সম্প্রতি কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরায় প্রকাশিত অল দ্য প্রাইম মিনিস্টা’র ম্যান নামে তথ্যচিত্র প্রকাশের প্রতিবাদে গণমাধ্যমটির বিরুদ্ধে মামলা হয়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন ফেডারেল আদালতে মামলা দায়ে করে বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র শাখা।

পরিষদের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ সরকার, রাষ্ট্র এবং সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আল জাজিরা। তাই মিশিগান রাজ্যের ফেডারেল কোর্টে মামলাটি দায়ের করা হয়।

পরিষদের সভাপতি ডক্টর রাব্বি আলম বলেন, আল জাজিরা যা প্রকাশ করেছে তা সাংবাদিকতার নীতিমালা পরিপন্থী।

সংবাদ সম্মেলনে পরিষদের নেতারা বলেন, আল জাজিরার উচিত বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া এবং সঠিক তথ্য দিয়ে সংবাদ উপস্থাপন করা। তারা আদালতের কাছে শাস্তির বিধান নিশ্চিত করতে আবেদন জানান।

ইউএইচ/

Exit mobile version