Site icon Jamuna Television

আন্দোলনে হামলা: নর্দান প্রাইভেট মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

আন্দোলনে হামলা: নর্দান প্রাইভেট মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

মাইগ্রেশন ও আন্দোলনে হামলাকারীদের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রংপুরে অনুমোদনহীন নর্দান প্রাইভেট মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা এগারটার দিকে রংপুর-গঙ্গাচড়া-লালমনিরহাট আঞ্চলিক সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। দুর্ভোগে পড়েন যাত্রীরা। এক ঘণ্টা পর রাস্তা ছেড়ে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ সোমবার কলেজের মালিকপক্ষের লোকজন তাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলা চালায়। এ ঘটনায় দায়ের মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

উল্লেখ্য, মাইগ্রেশনের দাবিতে ৩ সপ্তাহেরও বেশি সময় ধরে আন্দোলন করে আসছে অনুমোদনহীন নর্দান প্রাইভেট মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

Exit mobile version