Site icon Jamuna Television

বিএনপির সমাবেশ, তাই গতকাল থেকে বাস চলাচল বন্ধ রাজশাহীতে

বিএনপির সমাবেশ, তাই গতকাল থেকে বাস চলাচল বন্ধ রাজশাহীতে

বিএনপির সমাবেশের কারণে রাজশাহী বিভাগে দুই দিন বন্ধ বাস চলাচল। এতে ভোগান্তি চরমে বিভিন্ন রুটের যাত্রীদের।

মালিক-শ্রমিকদের দাবি, বিভাগীয় এই জমায়েতকে ঘিরে নাশকতার আশঙ্কা রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে গতকাল দুপুর থেকেই বন্ধ করে দেয়া হয় বাস চলাচল। অন্য পরিবহনও সীমিত করা হয়েছে।

এদিকে সমাবেশের কারণে শহরে নেয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। কড়াকড়ির কারণে স্বল্প দূরত্বের যাত্রীদের কেউ কেউ বিকল্প পথে গন্তব্যে যাচ্ছেন। তবে, দূরপাল্লার যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।

Exit mobile version