Site icon Jamuna Television

এবার মহাবিপদ ধেয়ে আসছে যুক্তরাষ্ট্রে

এবার মহাবিপদ ধেয়ে আসছে যুক্তরাষ্ট্রে

নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ৪র্থ দফায় মহামারির ধাক্কায় পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

সোমবার এ আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন রোগ নিয়ন্ত্রক ও প্রতিরোধ সেন্টার- সিডিসি (CDC)। কেন্দ্রটির পরিচালক ডক্টর রোসেল জানান- গেলো সপ্তাহে গড়ে প্রতিদিন ৭০ হাজারের বেশি মানুষের শরীরে মিলেছে কোভিড-১৯।

অন্যদিকে, গড় মৃত্যু ছিলো দু’হাজারের মতো। তার আশঙ্কা, ব্রিটেনে শনাক্ত হওয়া B117 ভাইরাসটি চলতি মাসে বাড়াবে করোনার বিস্তার।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি- গেলো দেড় মাসের তুলনায় চলতি সপ্তাহে বহুগুণে বেড়েছে সংক্রমণ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম বলেন, গেলো ৭ সপ্তাহের মধ্যে, কোভিড নাইনটিনের বিস্তার ছিলো সবচেয়ে উর্ধ্বমুখী। আমেরিকা-ইউরোপ-দক্ষিণ পূর্ব এশিয়া এবং পূর্ব ভূমধ্যসাগরের ৬টি এলাকায় দেখা দিয়েছে নতুনভাবে সংক্রমণ।

এরমাধ্যমে, চতুর্থদফা মহামারির পথে এগোচ্ছে বিশ্ব। এখনই পূর্ণাঙ্গভাবে টিকাদান কর্মসূচি শুরু না করতে পারলে, বাড়তে পারে ভয়াবহতা।

Exit mobile version