Site icon Jamuna Television

ওঝার হাতে নিজের সন্তানকে তুলে দিলেন মা!

ওঝার হাতে নিজের সন্তানকে তুলে দিলেন মা!

শ্রীলঙ্কায় ভুত তাড়ানোর নামে পিটিয়ে একটি ৯ বছরের শিশুকে হত্যা করা হয়েছে। এ অপরাধে আটক হয়েছে দু’জন। তাদের একজন শিশুটির মা, অপরজন ওঝা।

সন্দেহভাজনদের আদালতে তোলা হয় সোমবার। কলম্বোর কাছাকাছি শহর ডেলগোডায় হয় এ ঘটনা।

পুলিশ জানায়, শিশুটিকে ভুত ধরেছে- এমন বিশ্বাস ছিলো মায়ের। প্রচলিত কুসংস্কার বশত নিয়ে যান এক নারী তান্ত্রিকের কাছে। শরীরে তেল মাখিয়ে অনবরত শিশুটিকে মারতে থাকে ওঝা। এক পর্যায়ে অজ্ঞান হয়ে যায় শিশুটি। হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

Exit mobile version