Site icon Jamuna Television

৫ম ধাপে ভাসানচরের উদ্দেশে চট্টগ্রাম গেছে ২ হাজারের বেশি রোহিঙ্গা

৫ম ধাপে ভাসানচরের উদ্দেশে চট্টগ্রাম গেছে ২ হাজারের বেশি রোহিঙ্গা

রোহিঙ্গা ক্যাম্প থেকে পঞ্চম ধাপে ভাসানচরের উদ্দেশে চট্টগ্রাম গেছে দুই হাজারের বেশি রোহিঙ্গা।

মঙ্গলবার দুপুর এবং বিকেলে দুই দফায় চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয় রোহিঙ্গারা।

দুপুর ১টায় উখিয়া ডিগ্রি কলেজের মাঠ থেকে ১ হাজার ৭৩ জনকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয় ২১টি বাস। রাতে তারা চট্টগ্রামের বিএন শাহীন কলেজের ট্রানজিট ক্যাম্পে পৌঁছাবে। সেখান থেকে আগামীকাল নৌবাহিনীর ব্যবস্থাপনায় জাহাজে করে ভাসানচরে পৌঁছানোর কথা রয়েছে তাদের।

বিকেলে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয় আরও ১ হাজার রোহিঙ্গা। পঞ্চম ধাপে ৩ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে নেয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত ১০ হাজারের বেশি রোহিঙ্গাকে ভাসানচরে নেয়া হয়েছে।

Exit mobile version