Site icon Jamuna Television

সাতছড়ি উদ্যানে চলছে বিজিবির অভিযান, বেশ কয়েকটি রকেট শেল উদ্ধার

হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে ভারি অস্ত্রের সন্ধানে আবারও অভিযান চালাচ্ছে বিজিবি। এ নিয়ে সপ্তমবারের মতো সাতছড়িতে অভিযান চলছে।

এখন পর্যন্ত বেশ কয়েকটি রকেট শেল উদ্ধারের খবর পাওয়া গেছে। অভিযান শেষে আনুষ্ঠানিকভাবে ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে। বিজিবি’র ৫৫ ব্যাটালিয়নের হবিগঞ্জ ক্যাম্পের অধিনায়কের নেতৃত্বে মঙ্গলবার বিকেল থেকে চলছে এই অভিযান।

এর আগে, ২০১৪ ও ২০১৯ সালে বিপুল পরিমাণ অস্ত্রের সন্ধান মেলে সাতছড়ি জাতীয় উদ্যানে।

ইউএইচ/

Exit mobile version