Site icon Jamuna Television

শিরোপার পথে আরও একধাপ এগিয়ে ম্যানসিটি, জয়ে ফিরেছে য়্যুভেন্টাস

শিরোপার পথে আরও একধাপ এগিয়ে গেলো ম্যানচেস্টার সিটি। উলভারহ্যাম্পটনকে ৪-১ গোলে হারিয়েছে তারা। এদিকে জয়ে ফিরেছে য়্যুভেন্টাস। স্পেৎসিয়াকে ৩-০ গোলে হারিয়েছে তারা।

ইত্তেহাদ স্টেডিয়ামে ম্যাচের ১৫ মিনিটেই এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। রক্ষণভাগের ফুটবলারের পায়ে লেগে উলভারহ্যাম্পটনের জালে বল জড়ায়। এরপর ম্যাচে ফিরতে মরিয়া উলভসরা ৬১ মিনিটে সমতায় ফেরে কনর কোডির গোলে। সমতায় শেষ হওয়ার পথে থাকা ম্যাচের শেষ ১০ মিনিটে ৩ গোল দিয়ে বড় জয় তুলে নেয় সিটিজেনরা।

৮০ মিনিটে গ্যাব্রিয়েল হেসুস আর ৯০ মিনিটে গোল করেন রিয়াদ মাহরেজ। আর যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোল করেন ব্রাজিলিয়ান হেসুস। পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ১৫ পয়েন্টে এগিয়ে আছে গার্দিওলার দল।

এদিকে, এক ম্যাচ পর জয়ে ফিরেছে য়্যুভেন্টাস। অবশ্য নিজেদের মাঠে গোল পেতে দলটিকে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৬২ মিনিট পর্যন্ত। মোরাতার গোলে লিড নেয় তারা। ৭১ মিনিটে ফেদ্রিকো চেইসার গোলের মাধ্যমে ২-০ গোলে এগিয়ে যায় য়্যুভেন্টাস। আর ম্যাচের শেষ সময়ে ক্রিশ্চিয়ানো রোনালদো গোল বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আন্দ্রেস পিরলোর দল। ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান দলটির।

ইউএইচ/

Exit mobile version