
রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সাই নাভালনিকে বিষপ্রয়োগে হত্যাচেষ্টার জেরে দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার এক বিবৃতিতে আসে এ ঘোষণা। ৭ জন উচ্চপদস্থ কর্মকর্তা ও ১৪টি কোম্পানির ওপর দেয়া হয়েছে এ নিষেধাজ্ঞা।
তালিকায় আছেন দেশটির শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা ও ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী। নিষেধাজ্ঞার আওতায় কর্মকর্তাদের ভ্রমণ নিষেধাজ্ঞা ও যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। চার শীর্ষস্থানীয় কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে ইইউ।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী স্পষ্ট যে, রাশিয়ার বিরোধী নেতাকে নার্ভ এজেন্ট প্রয়োগে হত্যাচেষ্টায় জড়িত ছিল নিরাপত্তা বিভাগের সদস্যরা। যা পুরোপুরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। সেকারণেই এ পদক্ষেপ। রুশ সরকারের প্রতি আবারও আহ্বান জানাই, অবিলম্বে অ্যালেক্সাই নাভালনিকে নিঃশর্ত মুক্তি দেয়া হোক।
ইউএইচ/
 
				
				
				
 
				
				
			


Leave a reply