Site icon Jamuna Television

বিনামূল্যে চাঁদে যাওয়ার সুযোগ!

বিনামূল্যে চাঁদে যাওয়ার সুযোগ দিতে চান জাপানের ধনকুবের ইয়ুসাকু মায়েজাওয়া। এলন মাস্কের স্পেস এক্স ফ্লাইটে তার সহযাত্রী হিসেবে সাধারণ নাগরিকদের মধ্যে ৮ জনকে সাথে নিতে চান তিনি।

টুইটারে পোস্ট করা এক ভিডিওবার্তায় তিনি এ আহ্বান জানান। আবেদনের বিস্তারিত নিয়মাবলীও পোস্ট করেন ইয়ুসাকু।

তিনি বলেন, ‘ডিয়ার মুন’ নামের মিশনের লক্ষ্যে নভোযানের সবগুলো আসন কিনে নিয়েছেন তিনি। যাত্রায় সঙ্গী করতে চান ভিন্ন ভিন্ন অবস্থানের মানুষকে। প্রত্যেকের যাবতীয় খরচ বহন করবেন তিনি। এই মিশন শুরু হবে ২০২৩ সালে।

২০১৮ সালে মহাকাশযানের প্রথম প্রাইভেট যাত্রী হিসেবে নাম লেখান ইয়ুসাকু। জাপানের এই বিলিয়নিয়ার ফ্যাশন শিল্পের এবং শিল্পকর্ম সংগ্রাহক।

ইউএইচ/

Exit mobile version