Site icon Jamuna Television

রাজধানীর খালগুলোর প্রবাহ ধরে রাখতে স্থানীয় সরকার মন্ত্রীর নির্দেশনা

রাজধানীর খালগুলোর প্রবাহ ধরে রাখতে দায়িত্বশীলদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

বুধবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন খাল পরিদর্শন করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

জলাবদ্ধতা নিরসনে দখল হওয়া খাল পুনরুদ্ধার ও পানি প্রবাহ সচল রাখাতে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসাবে খাল পরিদর্শন করছেন তারা। নন্দি পাড়া খাল, কমলাপুরের টিটি পাড়া পানির পাম্পসহ দক্ষিণের বেশ কয়েকটি খালের অবস্থা ঘুরে দেখেন তারা। এ সময় সিটি করপোরেশনে থাকা নকশা অনুযায়ী খাল ও পাম্প ঠিক করার তাগিদ দেন তারা।

ইউএইচ/

Exit mobile version