Site icon Jamuna Television

লেখক মুশতাক হত্যার বিচার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বিক্ষোভ

লেখক মুশতাক হত্যার বিচার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বিক্ষোভ

কারাহেফাজতে লেখক মুশতাক আহমেদসহ সব হত্যার বিচার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রাজধানীতে চলছে নাগরিক সমাবেশ।

বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ শুরু হয়। এতে অংশ নেওয়া বিশিষ্টজনেরা, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান। দাবি মানা না হলে একদফা আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন তারা। বলেন, মুক্তিযুদ্ধকে ব্যবহার করে একটি গোষ্ঠী দেশকে লুটপাট করে খাচ্ছে। জনগণের কথা বলার অধিকার কেড়ে নিচ্ছে ওই গোষ্ঠী।

সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা করেন আন্দোলনকারীরা। পরে পরীবাগে গেলে পুলিশি বাধার সম্মুখীন হন তারা।

Exit mobile version