Site icon Jamuna Television

ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ব্যাংক থেকে অর্থ আত্মসাতের অভিযোগ, গ্রেফতার ৬

ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ব্যাংক থেকে অর্থ আত্মসাতের অভিযোগ, গ্রেফতার ৬

ভুয়া জাতীয় পরিচয়পত্র, ট্রেড লাইসেন্স ও টিন সার্টিফিকেট ব্যবহার করে ঢাকা ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থ আত্মসাতের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার জানান, ফ্ল্যাট ব্যবসাকে পুঁজি করে একটি অসাধু চক্র এই প্রতারণা করে আসছিলো। প্রথমে ব্যাংকে গিয়ে ফ্ল্যাট কেনার জন্য লোনের বিষয়ে পরামর্শ করে প্রতারক চক্রটি। পরে ভুয়া কাগজপত্র তৈরি করে লোন নিয়ে লাপাত্তা হয়ে যায়। এই চক্রের সাথে নির্বাচন কমিশনের বেশ কিছু অসাধু কর্মচারীও জড়িত বলে জানায় পুলিশ।

ডিবি জানায়, চক্রটি প্রতারণা করে ১১টি আর্থিক প্রতিষ্ঠান থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

Exit mobile version