Site icon Jamuna Television

ভৈরব নদ পাড়ে বিআইডব্লিউটিএ’র অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ

ভৈরব নদ পাড়ে বিআইডব্লিউটিএ'র অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ

ভৈরব নদ পাড়ে অভিযান চালিয়ে অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ।

বুধবার সকালে রেলওয়ে মেঘনা সেতু সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। উচ্ছেদ করা হয় অর্ধশত অবৈধ দোকান।

অভিযান পরিচালনা করেন বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মো. শহীদুল্লাহ। তিনি জানান, সরকারি জায়গায় কাজের ব্যাঘাত হয় এমন স্থানে দোকান নির্মাণ করা যাবেনা। ভৈরব বাজার ও ব্রহ্মপুত্র নদের পাড়েও অভিযান চালাবে বিআইডব্লিউটিএ। যত ক্ষমতাধরই হোক না কেন নদ পাড়ে কেউ অবৈধ স্থাপনা নির্মাণ করতে পারবে না বলেও জানান তিনি।

Exit mobile version