Site icon Jamuna Television

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে সক্রিয় হয়েছে ‘সিনাবুং’ আগ্নেয়গিরি

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে সক্রিয় হয়েছে 'সিনাবুং' আগ্নেয়গিরি

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে সক্রিয় হয়ে উঠেছে ‘সিনাবুং’ আগ্নেয়গিরি। মঙ্গলবার থেকে শুরু হয় অগ্ন্যুৎপাত।

কালো এবং ভারী ধোঁয়া-ছাইয়ে ঢেকে গেছে পার্বত্য অঞ্চলটি। ৫ কিলোমিটার পর্যন্ত ছড়িয়েছে আগ্নেয় ভস্ম। নিরাপত্তার স্বার্থে এলাকাটির বাসিন্দাদের দূরবর্তী স্থানে আশ্রয় নেয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

গেলো কয়েক বছরে ৩০ হাজারের বেশি মানুষ অঞ্চলটি ছাড়তে বাধ্য হয়েছেন। সাড়ে ৮ হাজার ফুট উচ্চতায় অবস্থিত আগ্নেয়গিরিটি শেষবার ২০১৬ সালে সক্রিয় হয়। সে সময় প্রাণ হারান ৭ জন।

Exit mobile version