Site icon Jamuna Television

খাশোগি হত্যা: যুবরাজের বিরুদ্ধে জার্মানির আদালতে মামলা

খাশোগি হত্যা: যুবরাজের বিরুদ্ধে জার্মানির আদালতে মামলা

জামাল খাশোগি হত্যাকাণ্ডে জড়িত থাকায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে জার্মানির আদালতে মামলা করেছে রিপোর্টার্স উইদাউট বরডার্স।

মঙ্গলবার প্যারিসভিত্তিক সংস্থাটি এ অভিযোগ দায়ের করে। এতে সৌদি ক্রাউন প্রিন্সের পাশাপাশি আরও ৪ শীর্ষ কর্মকর্তাকে মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগের পক্ষে প্রমাণ হিসেবে তুলে ধরা হয়েছে সদ্যপ্রকাশিত মার্কিন গোয়েন্দা প্রতিবেদন। যাতে বলা হয়, যুবরাজ নিজেই ইস্তাম্বুলের দূতাবাসে খাশোগিকে হত্যা মিশনের অনুমোদন দেন। সৌদি আরবে আরও ৩৪ সাংবাদিককে নির্যাতনের ঘটনাও উল্লেখ আছে অভিযোগপত্রে।

মামলার ভিত্তিতে কবে নাগাদ তদন্ত শুরু হবে তা স্পষ্ট নয়। মানবতাবিরোধী অপরাধ নিয়ে বিশ্বের অন্যতম কঠোর আইন রয়েছে জার্মানিতে।

রিপোর্টার্স উইদাউট বরডার্সের পরিচালক ক্রিস্টোফ ডেলোর জানান, সাংবাদিকদের মুখ বন্ধ রাখার জন্য নির্যাতনের রাষ্ট্রীয় নীতি নিয়েছে সৌদি। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে এ নিপীড়ন মানবতাবিরোধী অপরাধের শামিল। অপরাধের ধরনের কারণেই আমরা জার্মানিতে মামলাটি করেছি। বিশ্বের যেকোনো প্রান্তের মানুষ জার্মানিতে মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার আশা করতে পারেন।

Exit mobile version