Site icon Jamuna Television

ভারত ও ইংল্যান্ডের চতুর্থ টেস্টের উইকেট নিয়ে মজার মন্তব্য মাইকেল ভনের

আহমেদাবাদে চতুর্থ ও শেষ টেস্টের উইকেট, আগের মতই স্পিনবান্ধব হবে। তবে টেস্ট ম্যাচ লাল বলে হওয়ায় আগের চেয়ে সহজ হবে ব্যাটসম্যানদের খেলা, এমন মন্তব্য করেছেন ভারতীয় ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে। তবে চতুর্থ টেস্টের উইকেট যে ভিন্ন কিছু হবে না সেটা আগেই ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। তাঁর ‘ফানি ভিডিও’ এখন ভাইরাল নেট দুনিয়ায়।

ইংল্যান্ড দলের সাবেক অধিনায়ক মাইকেল ভন সেই ভিডিওতে বলেছেন, ইংল্যান্ড সবাইকে স্বাগত জানাচ্ছি, গত টেস্ট হয়েছে যে উইকেটে সেখানে। তবে চতুর্থ টেস্টের জন্য উইকেটটা কিন্তু দারুণ। এই যে দেখেন আগের চেয়ে ভালো। কত সুন্দর দেখেন? টেস্ট লেভেলে আপনি তো এমন উইকেটই প্রার্থনা করেন। খুব ভালো ক্রিকেট হবে আশা করছি।

Exit mobile version