Site icon Jamuna Television

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৪ রানের হার নিউজিল্যান্ডের

৫ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতী নিউজিল্যান্ডকে ৬৪ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। অজিদের দেয়া ২০৯ রানেল লক্ষ্যে ব্যট করতে নেমে ১৪৪ রানে থামে কিউইরা। শুরুতে ব্যাট করতে নেমে অ্যারোন ফিঞ্চের ৬৯ রানের সাথে গ্লেন ম্যাক্সওয়েল করেন ঝড়ো ৭০। আর হোসে ফিলিপপের ৪৩ রানে ভর করে ২০৮ রানের বিশাল সংগ্রহ দাড় করায় সফরকারী অস্ট্রেলিয়া।

জবাব দিতে নেমে মার্টিন গাপটিল ভালো শুরু করলেও অন্য প্রান্ত থেকে নিয়মিত উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। অ্যাস্টন অ্যাগারের ৬ উইকেট শিকারের দিন ডেভন কর্নওয়ে করেন ৩৮।

শেষ দিকে বলার মত কেউ স্কোর করতে পারেননি। ফলে ১৭ ওভার ১ বলে থামে উইলিয়ামসনের দল। সিরিজে ২-১ এ এগিয়ে আছে নিউজিল্যান্ড।

Exit mobile version