Site icon Jamuna Television

ভিয়েতনামে ১৩ তলা থেকে পড়েও বেঁচে গেছে এক শিশু

ভিয়েতনামে ১৩ তলা থেকে পড়েও বেঁচে গেছে এক শিশু

বহুতল ভবনের ১৩ তলা থেকে পড়েও অলৌকিকভাবে বেঁচে গেছে এক শিশু। রোববার এ ঘটনা ঘটেছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে।

একটি অ্যাপার্টমেন্ট ভবনের ১৩ তলার বারান্দায় তিন বছরের শিশুটিকে ঝুলতে দেখে চিৎকার শুরু করেন প্রতিবেশীরা। কিন্তু কেউ আসার আগেই নিচে পড়ে যায় শিশুটি।

তবে আশপাশের লোকজনের চিৎকারে একটি ভ্যান চালক শিশুটিকে ধরার জন্য মোটরসাইকেল শেডের ওপর উঠে পড়েন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, দ্রুতগতিতে পড়া শিশুকে ঠিকভাবে ধরতে পারেননি তিনি। তবে তার প্রচেষ্টাতেই বড় ধরনের আঘাত থেকে রক্ষা পায় শিশুটি।

স্থানীয় গণমাধ্যম জানায়, তাৎক্ষণিকভাবেই হাসপাতালে নেয়া হয় তাকে। শিশুটির পাজড়ের হাড় ভাঙলেও, জীবন নিয়ে শঙ্কা নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Exit mobile version