Site icon Jamuna Television

আইপিএল নিয়ে টুইট করে বিপদে পড়েছেন ডেল স্টেইন

পৃথিবীর সব থেকে বড় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল নিয়ে কথা বলে এখন নিজেই বিপদে ডেল স্টেইন। ক্রিকেট বিবেচনায় পিএসএলকে এগিয়ে রেখেছিলেন আইপিএল থেকে। আর এই মন্তব্যে ২৪ ঘণ্টা পার হতে না হতেই ক্ষমা চেয়ে নিতে হলো স্টেইনকে।

আইপিএলের এইবার আসরের নিলামে নাম ছিল না দক্ষিণ আফ্রিকার ৩৮ বছর বয়সী এই ফাস্ট বোলারের। এরমধ্যে পিএসএল খেলতে এসেছেন স্টেইন।

আইপিএল নিয়ে কথা বলতে গিয়ে পিএসেলের প্রশংসা করেই এখন ক্ষমা চেয়ে নিতে হল ডেল স্টেইনকে। তাই টুইট করে তার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি।

Exit mobile version