ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচ না হলে নেপালে টুর্নামেন্ট খেলার কথা ভাবছে বাফুফে। এরই মধ্যে নেপাল থেকে আমন্ত্রণপত্রও পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যেখানে বলা হয়েছে আফ্রিকান ও আশিয়ান অঞ্চলের একটি করে দলকে নিয়ে এই টুর্নামেন্টে আয়োজন করবে নেপাল। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি বাফুফের কাছ থেকে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ হলে আগামী ১০ থেকে ১৪ মার্চের মধ্যেই জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু করবে বাফুফে। জাতীয় দল নিয়ে কিছুদিন আগেই দীর্ঘ মেয়াদি একটি পরিকল্পনা করেছে বাফুফে।
তবে নেপালের ব্যাপারটি এখনও নিশ্চিত নয় যদি আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের সময় পরিবর্তন হয় তবেই নেপালের আমন্ত্রণে সাড়া দিবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
৪ জাতির এই টুর্নামেন্টে নেপাল, বাংলাদেশ ছাড়াও থাকবে একটি আফ্রিকান ও আশিয়ান অঞ্চলের আরও দুটি দল।

