Site icon Jamuna Television

আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের যুদ্ধাপরাধের তদন্ত শুরু

আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের যুদ্ধাপরাধের তদন্ত শুরু

অবরূদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল কোনো যুদ্ধাপরাধ করেছে কিনা- তা খতিয়ে দেখতে আনুষ্ঠানিক তদন্ত শুরু করলো আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসি।

বুধবার মুখ্য কৌসুলি ফেতু বেনসুদা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন। আশ্বাস দেন, তদন্তটি স্বাধীন, নিরপেক্ষ, দল-মতের প্রভাবমুক্ত এবং পক্ষপাতহীনভাবে পরিচালিত হবে।

২০১৪ সালে, গাজায় সহিংসতা চলাকালে ইসরায়েলি প্রশাসনের নির্দেশেই সেনাবাহিনী ফিলিস্তিনে অপরাধ সংঘটিত করেছিলো- এমনটা জানান তিনি। বলেন, সেসব প্রমাণে যুক্তিসঙ্গত দলিলও হাতে রয়েছে।

আন্তর্জাতিক আদালতের এই তদন্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হুঁশিয়ারি দেন, বিকৃত বিচারের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়বে ইসরায়েল। গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটির মিত্র যুক্তরাষ্ট্রও। তবে, ফিলিস্তিনি প্রধানমন্ত্রী আইসিসির এ পদক্ষেপকে ন্যায়বিচার এবং মানবতার জয়- হিসেবে আখ্যা দিয়েছেন।

Exit mobile version