Site icon Jamuna Television

আজ আরও ১ হাজার ৮শ রোহিঙ্গাকে ভাসানচরে নেয়া হচ্ছে

আজ আরও ১ হাজার ৭শ রোহিঙ্গাকে ভাসানচরে নেয়া হচ্ছে

আজ আরও ১ হাজার ৭শ ৫৯ রোহিঙ্গাকে ভাসানচরে নেয়া হচ্ছে। নৌবাহিনীর তত্বাবধানে চট্টগ্রামের বোট ক্লাব ঘাট থেকে রোহিঙ্গাদের নিয়ে জাহাজ ভাসানচরের উদ্দেশে ছেড়ে যাবে।

এর আগে মঙ্গলবার কক্সবাজার থেকে বাসে করে তাদের চট্টগ্রাম আনা হয়। নেভি কলেজ, বোটক্লাবসহ কয়েকটি স্থানে দুই রাত যাপনের পর তাদের নতুন ঠিকানায় পৌঁছে দেয়া হবে।

স্বেচ্ছায় যেতে রাজি হওয়া রোহিঙ্গারা জানায়, ভাসানচরে ভালো সুযোগ-সুবিধার কথা জেনে সেখানে যাচ্ছে তারা। এরআগে ভাসানচরে গেছে ১১,৭৯৭ জন রোহিঙ্গা।

Exit mobile version