Site icon Jamuna Television

চীন ও দক্ষিণ আফ্রিকায় নকল ভ্যাকসিন উৎপাদনের সাথে জড়িত অসাধু চক্র গ্রেফতার

চীন ও দক্ষিণ আফ্রিকায় নকল ভ্যাকসিন উৎপাদনের সাথে জড়িত অসাধু চক্র গ্রেফতার

চীন ও দক্ষিণ আফ্রিকায় নকল ভ্যাকসিন উৎপাদনের সাথে জড়িত অসাধু চক্রকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিষয়টি নিশ্চিত করে ইন্টারপোল।

বৈশ্বিক পুলিশের সংগঠনটি এক বিবৃতিতে জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণ আফ্রিকার শহর গারমিস্টনে চালানো হয় অভিযান। এ সময় দু’হাজার ৪০০ ডোজ নকল করোনা ভ্যাকসিন উদ্ধার করা হয়। একইসাথে গ্রেফতার হয় চীনের ৩ এবং জাম্বিয়ার এক নাগরিক।

একইদিন চীনের রাজধানী বেইজিংসহ শ্যানডং ও জিয়াংসু শহরে অভিযান চালিয়ে ৮০ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে ৩ হাজার ডোজ ভুয়া করোনার ভ্যাকসিন জব্দ করা হয়।

পুলিশের অভিযোগ, গত বছরের সেপ্টেম্বর থেকে ভুয়া ভ্যাকসিনের ব্যবসা করছিলো অসাধু চক্রটি। চীনের সিনোভ্যাক এবং সিনোফার্মের দুটি করোনা টিকা ছাড়পত্র পেয়েছে বিভিন্ন দেশে।

Exit mobile version