Site icon Jamuna Television

সিনেট নির্বাচনে ধাক্কা, আস্থা ভোটের মুখে ইমরান খান

সিনেট নির্বাচনে ধাক্কা, আস্থা ভোটের মুখে ইমরান খান

পাকিস্তানে আস্থা ভোটের মুখোমুখি হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার সিনেটে ক্ষমতাসীন দল- পিটিআই নিয়ন্ত্রণ হারানোর পর উঠে প্রস্তাবটি।

এদিন ৯৬ আসনের উচ্চকক্ষের ৪৮টিতে নির্বাচন হয়। তাতে প্রাদেশিক এবং জাতীয় পরিষদের নিম্নকক্ষের সদস্যরা ভোট দেন। কিন্তু ইসলামাবাদের গুরুত্বপূর্ণ আসনে দলীয় প্রার্থী ও অর্থমন্ত্রী আবদুল হাফিজ শেখ হেরে যান। যাতে সীমিত ভোটের ব্যবধানে জয়ী হন সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল-পিপিপি’র প্রার্থী ইউসুফ রাজা গিলানি। এই পরাজয় ইমরান খানের জন্য ডেকে এনেছে বড় বিপর্যয়।

ধারণা করা হচ্ছে, গোপন ব্যালটের নির্বাচনে পিটিআই ও শরিক দলের অনেক এমপি গিলানিকে সমর্থন দিয়েছেন। সিনেটে ক্ষমতাসীনদের হাতে রয়েছে ২৬ আসন।

অন্যদিকে পিপিপি-পিএমএলএন জোটসহ বিরোধী এবং স্বতন্ত্রদের নিয়ন্ত্রণে বাকি ৭০ আসন।

Exit mobile version