Site icon Jamuna Television

বলিভিয়ায় বাস দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ২১

বলিভিয়ায় বাস দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ২১

বলিভিয়ার কোচাবাম্বায় ভয়াবহ বাস দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন প্রাণ হারিয়েছেন। বুধবারের এ ঘটনায় গুরুতর আরও ২৬ আরোহী গুরুতর আহত।

জীবিত উদ্ধার পাওয়াদের বর্ণণা অনুসারে, এল চাপারে শহরের উদ্দেশ্যে যাচ্ছিলো বাসটি। এ সময় যানটিতে ছিলেন অন্তত ৫০ যাত্রী। পথেই গভীর রাতে সান্তা ক্রুজ এলাকায় নিয়ন্ত্রণ হারান চালক। ৩২৮ ফুট গভীর গিরিখাদে আছড়ে পড়ে বাসটি। নিহতদের মধ্যে ১১ জন পুরুষ, বাকিরা নারী। দুর্ঘটনায় মারা গেছেন বাস চালকও। তালিকায় রয়েছে ৬ বছর বয়সী একটি শিশুও।

পার্বত্য অঞ্চলটির বাসিন্দা এবং ফায়ার সার্ভিসের সহায়তায় চলছে উদ্ধার তৎপরতা। আহতদের স্থানীয় তিনটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Exit mobile version