Site icon Jamuna Television

১০ মাস পর কারা মুক্ত হলেন কার্টুনিস্ট কিশোর

১০ মাস পর কারা মুক্ত হলেন কার্টুনিস্ট কিশোর

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর।

১০ মাস পর দুপুরে কাশিমপুর কারাগার-২ থেকে থেকে মুক্তি পান কিশোর। তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন জেল সুপার আব্দুল জলিল। তিনি জানান, কিশোরের জামিনের কাগজপত্র সকাল ১১টার দিকে পৌঁছায় কারাফটকে।

শারীরিক অসুস্থতার বিষয়টি বিবেচনা করে গতকাল কিশোরকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত দ্বৈত ভার্চুয়াল বেঞ্চে কিশোরের জামিনের আদেশ হয়।

ডিজিটাল সিকিউরিটি আইনের মামলা চললেও ৬ মাসের জামিন পেয়েছেন তিনি।

Exit mobile version