Site icon Jamuna Television

বিএনপি দেশের জনগণের জন্য কৃত্রিম দরদ দেখাচ্ছে: কাদের

বিএনপি দেশের জনগণের জন্য কৃত্রিম দরদ দেখাচ্ছে: কাদের

বিএনপি দেশের জনগণের জন্য কৃত্রিম দরদ দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকালে তার সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন।

মন্ত্রী জানান, বিএনপির আমলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিলো। সে সময়ের সরকার দুর্নীতির পৃষ্ঠপোষকতা করেছিলো বলেও মন্তব্য করেন তিনি। কিন্তু বর্তমানে দুর্নীতি করে কেউ ছাড় পায় না। যে যত বড় জনপ্রতিনিধি হোক জবাবদিহি করতে হয়।

এ সময় বিআরটি প্রকল্প নিয়ে তিনি বলেন, ২০১২ সালে শুরু হওয়া এই প্রকল্পের সড়ক ও জনপথ অংশের অগ্রগতি মাত্র ৩৫ শতাংশ হয়েছে। তিনি সংশ্লিষ্ট সকলকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন।

Exit mobile version