Site icon Jamuna Television

ভৈরবে বিআইডব্লিউটি’র উচ্ছেদ অভিযান অব্যাহত

ভৈরব (কিশোরগঞ্জ)প্রতিনিধি:
ভৈরব বাজার কাঠপট্রি, রামনগর ও জগন্নাথপুর মেঘনা ও ব্রক্ষপুত্র নদী এলাকায় বিআইডব্লিউটিএ’র কর্তৃপক্ষ এক অভিযান চালিয়ে প্রায় ৬০ টি দোকান উচ্ছেদ করা হয়। এসময় নদীর পাড়ে মজুত থাকা বালু পাথর বেকু চালিয়ে নদীতে ফেলে দেয়া হয়।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উচ্ছেদ অভিযান অব্যাহত থাকে। অভিযানটি পরিচালনা করেন বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মোঃশহীদুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র ম্যাজিস্ট্যাট মাহবুব জামিল, ট্রাফিক ইনেস্পেক্টর মোঃ জসীম উদ্দিন ও ভৈরব নৌ- থানা পুলিশ।

বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মোঃ শহীদুল্লাহ জানান, সরকারী জায়গায় কাজের ব্যাঘাত হয় এমন স্থানে দোকানদারগন দোকান নির্মাণ করতে পারেনা। তিনি বলেন ভৈরব বাজার মেঘনা পাড় ও ব্রক্ষপুত্র নদীর পাড়ে অভিযান চালিয়ে প্রায় ৬০ টি ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদসহ বালু পাথর বেকু দিয়ে সরিয়ে ফেলা হয়েছে।

Exit mobile version