Site icon Jamuna Television

বরিশালে গরুসহ চোর সরদার আটক

বরিশাল ব্যুরো:

বরিশালের হিজলা উপজেলার মাঠিয়াল গ্রাম থেকে ৭৪টি গবাদি পশু উদ্ধার করেছে পুলিশ। এগুলো বিভিন্ন স্থান থেকে চুরি করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাস্থল থেকে চোরের সরদার শাহজাহান রাঢ়ীকে আটক করেছে পুলিশ। শাহজাহান ওই গ্রামের কাজল রাঢ়ীর ছেলে।

বরিশালের পুলিশ সুপার মারুফ হাসান জানান, শাহজাহান সংঘবদ্ধ চোরচক্রের মাধ্যমে বরিশাল, ভোলা, শরিয়তপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর ও নোয়াখালী থেকে গবাদিপশু চুরি করে হিজলা থানার ধুলখোলা ইউনিয়নে মাঠিয়াল গ্রামে এনে রাখতো।

সেখান থেকে পর্যায়ক্রমে গবাদিপশুগুলো বিক্রি করা হতো। উদ্ধারকৃত গবাদিপশুগুলোর মধ্যে ৩৪টি গরু ও ৪০টি মহিষ রয়েছে। গ্রেফতারকৃত চোর সরদার শাহজাহানের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছেন।

Exit mobile version