Site icon Jamuna Television

কয়েক দফা ভূমিকম্পের পর সুনামি সর্তকতা জোরদার করলো নিউজিল্যান্ড

কয়েক দফা ভূমিকম্পের পর, সুনামি সর্তকতা জোরদার করলো নিউজিল্যান্ড। শুক্রবার, দেশটির জাতীয় জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জারি করে এ সতর্কবার্তা।

দাবি- পূর্ব উপকূলে স্বাভাবিকের চেয়ে ১০ ফুট উচু জলোচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া, মধ্য আমেরিকার দেশ- পেরু, ইকুয়েডর ও চিলির সমুদ্রেও ৩ ফুটের ওপর ছিলো সমুদ্রের ঢেউ। স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় সবচেয়ে শক্তিশালী ৮ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়। যার উৎপত্তিস্থল ছিলো নিউজিল্যান্ডের মূল ভূখণ্ড থেকে ৬২১ মাইল দূরের কারমাদেক দ্বীপে।

এরপরই, দু’দফা আফটারশক অনুভব করেন অধিবাসীরা। সেগুলোর মাত্রাও ছিলো ৭ মাত্রার ওপর। এরইমাঝে, উপকূলীয় বাসিন্দারা সরে আসছেন নিরাপদ আশ্রয়ে। নাবিক-জেলেদেরও উপকূলে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। মাত্র গেলো সপ্তাহে, ক্রাইস্টচার্চের শক্তিশালী ভূমিকম্পের ১০ বছর স্মরণ করলো নিউজিল্যান্ড; তাতে মারা গেছে ১৮৫ জন।

Exit mobile version