Site icon Jamuna Television

মানুষের অভ্যাসের পরিবর্তন না হওয়ায় ভ্যাট আইনের বাস্তবায়ন হচ্ছে না: এনবিআর চেয়ারম্যান

মানুষের অভ্যাসের পরিবর্তন না হওয়ায় ভ্যাট আইনের দ্রুত বাস্তবায়ন হচ্ছে না বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম। বলেন, দেশে ভ্যাট দেবার সংস্কৃতি এখনও পুরোদমে শুরু হয়নি। তবে পরিবর্তন আসবে।

শুক্রবার সকালে ইএফডি যন্ত্র ব্যবহারে উৎসাহিত করতে পুরস্কার অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান এমন তাগিদ দেন। বলেন, ভ্যাট আদায়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ইএফডি যন্ত্র ব্যবহার বাড়াতে হবে। কারণ করের অর্থেই উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করে সরকার। ভ্যাট দেবার ক্ষেত্রে কর দাতাদের হয়রানি হবার আশংকা নেই বলেও আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান।

আগামী ৩০ জুন পর্যন্ত ১০ হাজার ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস, ইএফডি যন্ত্র স্থাপনের পরিকল্পনা করেছে এনবিআর। ইতোমধ্যে ২ হাজার ৩০৭ টি যন্ত্র স্থাপন করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

Exit mobile version