Site icon Jamuna Television

রাজধানীতে হরকাতুল জিহাদের প্রধানসহ তিন সদস্য গ্রেফতার

রাজধানীতে হরকাতুল জিহাদের প্রধানসহ তিন সদস্য গ্রেফতার

রাজধানীতে হরকাতুল জিহাদ ‘হুজিবি’র অপারেশন শাখার প্রধানসহ তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ।

বৃহস্পতিবার যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মাইনুল ইসলাম, শেখ সোহান স্বাদ ও মুরাদ হোসেন কবির।

কাউন্টার টেরোরিজম ইউনিট জানায়, মাইনুল ইসলাম দীর্ঘদিন হুজিবির প্রধান অপারেশন সমন্বয়ক হিসেবে কাজ করছিলো। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১টি প্রাইভেটকার, ৫টি মোবাইল, মাইক্রোফোন, চাপাতিসহ বিভিন্ন দ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে। তাদের সহযোগীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ।

Exit mobile version