Site icon Jamuna Television

ধ্বংস করা হলো কোটি কোটি টাকার মারণাস্ত্র

ধ্বংস করা হলো কোটি কোটি টাকার মারণাস্ত্র

বুলডোজারের মাধ্যমে ধ্বংস করা হলো কোটি-কোটি টাকার মারণাস্ত্র। বৃহস্পতিবার স্পেনের রাজধানী মাদ্রিদে চালানো হয় এ অভিযান।

কর্তৃপক্ষ জানায়, মোট ১৩শ’ ৭৭টি অস্ত্র ধ্বংস করা হয়।

এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেন, অতীতের ভয়াবহতা হয়তো ভোলাতে পারবে না এই অস্ত্র-ধ্বংস। কিন্তু কমাবে সন্ত্রাসী কর্মকাণ্ড। চরমপন্থি সংগঠন হিসেবে পরিচিত ‘ইটিএ এবং জিআরএপিও’র বিরুদ্ধে চালানো অভিযান থেকেই এসব অস্ত্রের ৯০ শতাংশ উদ্ধার করা হয়েছিলো।

২০১৬ সালে, সুপ্রিম কোর্ট অস্ত্রগুলো ধ্বংসের রায় শোনান।

Exit mobile version