Site icon Jamuna Television

আরেকটি ১৫ আগষ্টের ইঙ্গিতপূর্ণ বক্তব্যে দেশবাসী বিক্ষুদ্ধ: কাদের

আরেকটি ১৫ আগষ্টের ইঙ্গিতপূর্ণ বক্তব্যে দেশবাসী বিক্ষুদ্ধ: কাদের

রাজশাহীর সমাবেশে বিএনপি’র এক নেতার আরেকটি ১৫ আগষ্ট ঘটানোর উস্কানিমূলক বক্তব্যে দেশবাসী ক্ষুদ্ধ বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। বলেন, বিএনপি’র এমন বক্তব্য ফ্যাসিবাদী মানসিকতার পরিচয় দেয়। এর মাধ্যমে ষড়যন্ত্র ও খুনের রাজনীতির চরিত্র স্পষ্ট হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, এ ষড়যন্ত্রের জাল দেশ-বিদেশে বিস্তৃত। দলটির নেতাদের বক্তব্য লন্ডনের ছক অনুযায়ী গোপন পরিকল্পনা বাস্তবায়নের অংশ কিনা তাও খতিয়ে দেখার কথা জানান ওবায়দুল কাদের। তিনি আরও জানান, বিএনপি নেতারা ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে। প্রযুক্তির এ যুগে জনস্বার্থেই এ আইন করা হয়েছে। আইনের অপপ্রয়োগ যাতে না হয় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Exit mobile version