Site icon Jamuna Television

প্রধানমন্ত্রীর নেতৃত্বেই উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ: বেনজীর

প্রধানমন্ত্রীর নেতৃত্বেই উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ: বেনজীর

১৯৭১ থেকে ২০০৮ সাল পর্যন্ত দেশ যেভাবে চলেছে সেভাবে চললে ৮০-৯০ বছর লাগতো উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছাতে। এমন মন্তব্য পুলিশ প্রধান বেনজীর আহমেদের।

শুক্রবার সকালে রাজারবাগে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। উন্নয়নশীল দেশের সুপারিশপ্রাপ্তিতে ৭ মার্চ বিকেল ৩ টায় বাংলাদেশ পুলিশ একযোগে নানা আয়োজনে তা উদযাপন করবে।

পুলিশ মহাপরিদর্শক আরও বলেন, বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সুপারিশ প্রাপ্তি একটি বড় অর্জন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে এটি সম্ভব হয়েছে। সরকার প্রধানের দক্ষতায় বাংলাদেশ এ উচ্চতায় পৌঁছে গেছে বলে মনে করেন তিনি। আর বাংলাদেশ পুলিশ এমন প্রাপ্তিতে গর্বিত।

Exit mobile version