Site icon Jamuna Television

প্রেমের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেয়া প্রতারক চক্রের ১১ সদস্য গ্রেফতার

প্রেমের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেয়া প্রতারক চক্রের ১১ সদস্য গ্রেফতার

প্রেমের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেয়া প্রতারক চক্রের ১১ সদস্যকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। তাদের মধ্যে ৫ নারী সদস্যও আছেন।

শুক্রবার দুপুরে রংপুর কোতোয়ালি থানা পুলিশ প্রেস ব্রিফিং-জানায়, গতকাল সকাল থেকে মধ্যরাত পর্যন্ত নূরপুরসহ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের মধ্যে পুলিশের এক স্ত্রীও আছেন।

চক্রটি নগরীর বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে প্রেমের ফাঁদ পাততো। টার্গেট ছিলো রংপুরের বাইরে থেকে আসা ব্যবসায়ী-চাকরিজীবী। এরপর তাদেরকে ভয়ভীতি দেখিয়ে হাতিয়ে নিতো মোটা অংকের টাকা। অভিযানে ১৩টি মোবাইল, নগদ টাকাসহ এটিএম কার্ড জব্দ করা হয়েছে।

Exit mobile version