Site icon Jamuna Television

ডুবন্ত জাহাজ থেকে নাটকীয়ভাবে ৩১ নাবিক উদ্ধার

আটলান্টিক মহাসাগরে ডুবন্ত জাহাজ থেকে নাটকীয়ভাবে উদ্ধার পেলেন ৩১ নাবিক। বৃহস্পতিবারের উত্তেজনাকর এ অভিযান চালায় কানাডা ও যুক্তরাষ্ট্রের উদ্ধারকর্মীরা।

বুধবার হঠাৎ ১১৭ ফুট লম্বা ‘এফবি আটলান্টিক ডেসটিনি’ নামের জাহাজটিতে আগুন ধরে যায়। যা পরদিন সকালেই ছড়িয়ে পড়ে নৌযানটির বাকি অংশে। তারপর রেডিও’র মাধ্যমে সাহায্য চান জাহাজের ক্যাপ্টেন।

অভিযানের সর্বাধিনায়ক এবং মার্কিন লেফটেন্যান্ট কমান্ডার এডওয়ার্ড ফোরিস জানান, দু’দেশের উদ্ধারকর্মীরা যখন ঘটনাস্থলে পৌঁছান; সেসময় নাবিকদের প্রাণে বাঁচার কোনো সম্ভাবনাই ছিলো না। অভিযানে অংশ নেয় মার্কিন ও কানাডিয়ান কোস্টগার্ডের ৪টি হেলিকপ্টার।

ইউএইচ/

Exit mobile version