Site icon Jamuna Television

অস্ট্রেলিয়ায় রফতানি হতে যাওয়া করোনার টিকা আটকে দিলো ইতালি

অস্ট্রেলিয়ায় রফতানি হতে যাওয়া করোনা টিকার আড়াই লাখ ডোজের চালান আটকে দিলো ইতালি। অ্যাস্ট্রাজেনেকার টিকাটি তৈরি হয় ইতালিতে।

ইউরোপীয় ইউনিয়নের নতুন নিয়ম অনুযায়ী টিকা সরবরাহকারী কোনো প্রতিষ্ঠান যদি ইইউ’র বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হয়; তাহলে তারা রফতানি বন্ধ করতে পারবে। নিয়মটির প্রথম প্রয়োগ ঘটালো ইতালি।

গেলো সপ্তাহেই এ ব্যাপারে ইইউ বরাবর আবেদন করেছিলো দেশটি। জানায়, নিজস্ব চাহিদা পূরণে রয়েছে টিকার ঘাটতি। একইসাথে ফার্মাসিটিক্যালস প্রতিষ্ঠানগুলোকে ধীরগতি করে দিয়েছে ইউরোপীয় জোট।

এদিকে, অস্ট্রেলিয়ার বক্তব্য- একটি চালান আটকে দেয়ায় খুব একটা প্রভাব পড়বে না টিকাদান কর্মসূচিতে।

ইউএইচ/

Exit mobile version