Site icon Jamuna Television

আফগানিস্তানে ৭ জনকে গুলি করে হত্যা

আফগানিস্তানে ৭ বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। বৃহস্পতিবার রাতে নানগারহার প্রদেশে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহতরা সবাই শ্রমিক। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি আবাসিক এলাকায় শ্রমিকদের থাকার স্থানে অতর্কিত হামলা চালায় বন্দুকধারীরা। ঘটনাস্থলেই প্রাণ যায় ওই ৭ শ্রমিকের। হামলার সাথে জড়িতদের বিষয়ে কোনো তথ্য না পাওয়া গেলেও ধারণা করা হচ্ছে এরসাথে জঙ্গিগোষ্ঠী আইএস জড়িত।

এর আগে এ ধরনের হামলায় তালেবানের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তা নাকচ করে দেয় গোষ্ঠীটি।

ইউএইচ/

Exit mobile version