Site icon Jamuna Television

করোনাভাইরাস: বিশ্বে প্রতি ৩০ মিনিটে একজন করে স্বাস্থ্যকর্মীর মৃত্যু!

করোনাভাইরাসের প্রকোপে বিশ্বে প্রতি ৩০ মিনিটে একজন করে স্বাস্থ্যকর্মীর মৃত্যু!

করোনাভাইরাসের প্রকোপে বিশ্বে প্রতি ৩০ মিনিটে একজন করে স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, করোনা মহামারি শুরুর পর থেকে সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা। সম্মুখসারীর যোদ্ধা হিসেবে সেবা দিতে গিয়ে তাদের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। আর এখন পর্যন্ত বিশ্বজুড়ে ১৭ হাজারের বেশি স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে করোনায়।

এরমধ্যে বাংলাদেশে এ সংখ্যা ১৩১। যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয়। যদিও স্বাস্থ্যকর্মীর মৃত্যুর এ তথ্য পূর্ণাঙ্গ নয় বলে জানিয়েছে অ্যামনেস্টি। অনেক দেশের তথ্যই সংযোজন সম্ভব হয়নি বলে জানানো হয়। এমনকি বেশ কিছু দেশ থেকে সঠিক তথ্যও পাওয়া যায়নি।

Exit mobile version