Site icon Jamuna Television

রাজকুমারী লতিফা জীবিত আছেন কি না সেই বিষয়ে আমিরাত কোনো তথ্য দেয়নি: জাতিসংঘ

রাজকুমারী লতিফা জীবিত আছেন কি না সেই বিষয়ে আমিরাত কোনো তথ্য দেয়নি: জাতিসংঘ

দুবাইয়ের রাজকুমারী লতিফা আল মাখতুম জীবিত আছেন কি না সেই বিষয়ে আরব আমিরাত কর্তৃপক্ষ এখনও কোনো তথ্য দেয়নি বলে জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের পক্ষ থেকে বিবৃতিতে এ কথা জানানো হয়। গেল মাসে বিবিসি’র প্যানারোমা অনুষ্ঠানে প্রকাশ করা হয় রাজকুমারীর মুক্তির আকুতি জানানো ভিডিও।

দাবি করেন, বাবা দুবাই এর শাসক শেখ মোহাম্মেদ বিন রশিদ আল মাকতুম আটক রেখেছেন তাকে। এ ঘটনার পর তোলপাড় শুরু হয় বিশ্বজুড়ে। লতিফা আল মাখতুম সুস্থ আছেন বলে নিশ্চিত করে আরব আমিরাতের ব্রিটিশ দূতাবাস।

এরপরই ইউএই কর্তৃপক্ষের কাছে রাজকুমারি লতিফার বিষয়ে তথ্য চায় জাতিসংঘ।

Exit mobile version