Site icon Jamuna Television

প্রথমবারের মতো মঙ্গলগ্রহের পৃষ্ঠে চলাচল শুরু করেছে পারসেভারেন্স

প্রথমবারের মতো মঙ্গলগ্রহের পৃষ্ঠে নাসার রোভার পারসেভারেন্স শুরু করেছে চলাচল

মঙ্গলগ্রহে অবতরণের পর প্রথমবারের মতো এর পৃষ্ঠে চলাচল শুরু করেছে নাসার রোভার পারসেভারেন্স।

নাসা জানায়, এই রোবটযান প্রায় সাড়ে ৬ মিটার চলাচল করেছে। প্রায় ৩৩ মিনিট মঙ্গলপৃষ্ঠে চলাচল করে এটি। এ সংক্রান্ত ছবিও প্রকাশ করেছে সংস্থাটি।

দৈনিক প্রায় ২শ’ মিটার চলাচল করতে পারে পারসেভারেন্স। প্রায় দু’সপ্তাহ আগে মঙ্গলগ্রহে পৌঁছায় নাসার রোভার পারসেভারেন্স। এরপরই সেখানকার শব্দ ও ছবি পাঠানো শুরু করে। যাতে গ্রহটিতে থাকা বড় বড় পাথরের টুকরোর ছবিও রয়েছে।

মঙ্গলপৃষ্ঠে প্রাণের অস্তিত্ব খুঁজতে নিয়মিতভাবে তল্লাশি চালাবে পারসেভারেন্স। সংগ্রহ করবে বিভিন্ন নমুনা।

Exit mobile version