Site icon Jamuna Television

ভয়ঙ্কর একটি শক্তি পেছন থেকে ইন্ধন দিচ্ছে সরকারকে: ফখরুল

ভয়ঙ্কর একটি শক্তি পেছন থেকে ইন্ধন দিচ্ছে সরকারকে: ফখরুল

ফাইল ছবি।

ভয়ঙ্কর একটি শক্তি সরকারকে পিছন থেকে ইন্ধন দিচ্ছে, তারাই প্রতিবাদী কণ্ঠস্বরকে রুখতে চালাচ্ছে চরম নির্যাতন। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার সকালে ডিআরইউতে তারেক রহমানের ১৪তম কারাবন্দি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বলেন, বর্তমান সরকার কোন ধরনের সমালোচনা সহ্য করতে পারে না, যারাই সরকারের খারাপ কাজের সমালোচনা করে তাদেরই হামলা-মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এছাড়া বিরোধী মত দমনে এই সরকার নির্যাতনের সব রেকর্ড ভেঙে ফেলেছে।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, বর্তমান সরকারের আমলে ৭ শ’র বেশি মানুষকে গুম করা হয়েছে। সহস্রাধিক হত্যা এবং বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ৩৫ লাখের মামলা হয়েছে।

Exit mobile version