বনানীতে আজ উদ্বোধন হলো শহীদ যায়ান চৌধুরী মাঠের। উদ্বোধন শেষে সংসদ সদস্য বনাম ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তাদের এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে।
টস জিতে ব্যাট করছে পার্লামেন্ট মেম্বার্স ক্লাব। শুরুতে বেশ কিছু চার ছক্কা হাঁকান নড়াইলের এমপি ক্রিকেটার মাশরাফী। খেলছেন, শিক্ষা প্রতিমন্ত্রী নওফেল, ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, শেখ তন্ময়, নিক্সন চৌধুরী, ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলামসহ আরও অনেকেই। খেলা হবে মোট ৪০ ওভারের।
খেলা শুরুর আগে মেয়র আতিকুল ইসলাম জানান, প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে এই মাঠ সংস্কার করা হয়েছে, যা সবার জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া পথশিশুদের জন্য থাকবে বিশেষ সময়।
ইউএইচ/

