Site icon Jamuna Television

দ্বিতীয় টি-টোয়েন্টিতে উইন্ডিজকে হারিয়ে সিরিজে ফিরলো শ্রীলঙ্কা

দ্বিতীয় টি-টোয়েন্টিতে উইন্ডিজকে ৪৩ রানে হারিয়ে সিরিজে ফিরলো শ্রীলঙ্কা। লঙ্কানদের ১৬০ রানের জবাবে ১১৭ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।

শুরুতে ব্যাট করতে নেমে গুনাথিলাকা-নিশানকার ব্যাটে দারুণ শুরু পায় শ্রীলঙ্কা। নিশানকা ৩৭ রানে আউট হলে ভাঙে ৯৫ রানের জুটি। ৫৬ রানে ফেরেন গুনাথিলাকা। এরপর বানদারার ২১, ডি সিলভার ১৯ এ ভর করে ৬ উইকেটে ১৬০ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় সফরকারীরা।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে উইন্ডিজ। নেন্ডি সিমন্স ২০ আর ক্রিস গেইল ১৬ রানে ফিরলে বিপাকে পড়ে ক্যারিবিয়রা। পরে ওবেদ ম্যাকইয়ের ৭ বলে ২৩ রানের ঝড়ো ইনিংসেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি উইন্ডিজ। ১৮ ওভার ৪ বলে ১১৭ রানে থামে তারা। ৩ ম্যাচ সিরিজে ১-১ সমতায় দু’দল।

ইউএইচ/

Exit mobile version