Site icon Jamuna Television

রাতে ওসাসুনার আতিথ্য নেবে বার্সেলোনা

রাতে ওসাসুনার আতিথ্য নেবে কাতালান জায়ান্ট বার্সেলোনা। ম্যাচ শুরু হবে রাত ২টায়। পরিসংখ্যান আর শক্তির বিচারে ওসাসুনার চেয়ে বেশ এগিয়ে বার্সেলোনা।

২০০০ সালে ওসাসুনাকে ৭-০ আর ২০১৭ সালে ৭-১ ব্যবধানে হারানোর সুখস্মৃতি রয়েছে বার্সেলোনার। দু’দলের ৩৭ দেখায় বার্সেলোনার জয় ২২টি আর ওসাসুনার জয় ৬টি।

গেলো মৌসুমে অবশ্য ওসাসুনার কাছে ২-০ গোলে হারের ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছে বার্সা। লিগে ২৮ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে অবস্থান স্বাগতিকদের। যেখানে রিয়ালের সমান ৫৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের দুই নম্বরে লিওনেল মেসির দল।

ইউএইচ/

Exit mobile version