Site icon Jamuna Television

সিরাজগঞ্জে বাড়ি থেকে ২১ দিনের শিশু চুরি!

স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের কামারখন্দে কাওসার হোসেন নামে ২১ দিন বয়সী এক শিশু চুরির ঘটনা ঘটেছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার বাড়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। শিশু কাওসার ওই গ্রামের দিনমজুর শহিদুল ইসলাম ও ফরিদা পারভীন দম্পতির ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মত শনিবার সকালে কাজে বের হন শিশুটির বাবা শহিদুল ইসলাম। সকালে বাড়ির কাজ শেষে শিশু সন্তান কাওসারকে ঘুমিয়ে রেখে বাড়ির পাশে গাছের শুকনা পাতা ঝাড়ু দিয়ে আনতে যান মা ফরিদা পারভীন। এমতাবস্থায় সকাল ১২টার দিকে ঘরে ঢুকে শিশু সন্তানকে আর দেখতে না পেয়ে পাশের বাড়ির সবাইকে জিজ্ঞাসা করলে কেউ দেখেনি বলে জানায়। তবে কালো বোরকা পরিহিত একজন নারী শিশুটিকে নিয়ে কর্ণসুতি এলাকার দিকে গেছে বলে স্থানীয়রা জানিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই শিশুটির কোনো খোঁজ পাওয়া যায়নি।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রাকিবুল হুদা জানান, আমরা ঘটনাস্থলে এসেছি। এখন পর্যন্ত শিশুটির কোনো খোঁজ পায়নি। শিশুটিকে উদ্ধারে চেষ্টা অব্যাহত আছে।

ইউএইচ/

Exit mobile version