Site icon Jamuna Television

আবারও কমলো স্বর্ণের দাম

মহামারি করোনার পরিস্থিতি স্বাভাবিক হতে থাকায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমতে শুরু করেছে। এর প্রভাব পড়েছে দেশের বাজারেও। গত ৩ মার্চ থেকে দেশের বাজারে স্বর্ণের ভরিতে ১ হাজার ৫১৬ টাকা কমানো হয়েছে। এ নিয়ে গত দুই মাসের মধ্যে দুই দফায় স্বর্ণের দাম সাড়ে ৩ হাজার টাকা কমানো হলো।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাজুসের তথ্য অনুযায়ী, গত ৩ মার্চ থেকে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৭১ হাজার ১৫১ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দাম ধরা হয়েছে ৬৮ হাজার ১ টাকা। আর ১৮ ক্যারেটের স্বর্ণের ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৫৯ হাজার ২৫২ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বিক্রি হচ্ছে ৪৮ হাজার ৯৩১ টাকায়।

তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের রুপার ভরি ১ হাজার ৫১৬ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেটের ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৯৩৩ টাকায় বিক্রি হচ্ছে।

ইউএইচ/

Exit mobile version